‘ফিরানি’তে শ্বশুর বাড়ি গিয়ে লাশ হলেন যুবক

‘ফিরানি’তে শ্বশুর বাড়ি গিয়ে লাশ হলেন যুবক

মধুপুর সংবাদদাতা: টাঙ্গাইলে বিয়ের দুইদিনের মাথায় শ্বশুরবাড়ি ‘ফিরানি’তে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলার ইউনিয়নের চার ৪ ওয়ার্ডের চাটারবাইদ গ্রামে পুকুরে গোসলে নামে জাহাঙ্গীর হোসেন   ।

মৃত জাহাঙ্গীর ওই ইউনিয়নের আতেক্কার চালা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

সোমবার মহিষমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার জাহঙ্গীরের সঙ্গে চাট্টাবাইদ গ্রামের সেলিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়।

এরপর রোববার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ‘ফিরানী’ তে আসেন জাহাঙ্গীর।

মেজবানি শেষে ওইদিন বিকেলেই আবার বাড়ি ফেরার কথা ছিল জাহাঙ্গীরের।

আরও পড়ুন- টাঙ্গাইলে কৃষি মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দুপুরে শ্বশুরবাড়ির পাশের পুকুরে শ্যালক-শালিকাদের সঙ্গে গোসলে নামেন জাহাঙ্গীর।

হঠাৎ পুকুরে ডুবে যান জাহাঙ্গীর। এরপর ভেসে না উঠায় ডাকাডাকি শুরু করে শ্যালক-শ্যালিকারা।

এ সময় আশেপাশের সবাই এগিয়ে এসে পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করেন।

আধঘন্টা চেষ্টার পর জাহাঙ্গীরের নিথর দেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ সময় দায়িত্বরত স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীরকে ঘোষণা করেন।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, পুকুরে ডুবে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

সাঁতার না জানায় মৃত্যুর ওই ঘটনাটি ঘটেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।