শেখ কামাল আইটি পার্ক মধুপুরে স্থানান্তর ও ঘাটাইলবাসীকে হেয় করে বক্তব্য প্রদান করার প্রতিবাদে

টাঙ্গাইলে কৃষি মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে কৃষি মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঘাটাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রভাব খাটিয়ে মধুপুরে স্থানান্তর ও ঘাটাইলবাসীকে হেয় করে বক্তব্য প্রদান করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক বাস্তবায়ন কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইটি পার্ক বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আতিকুর রহমান।

এসময় তাদের দাবি বাস্তায়ন এবং বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে অবাঞ্ছিত করার হুঁশিয়ারিও দেন তারা।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি হাই-টেক পার্কের অনুকূলে ১২ একর ৭৭ শতাংশ জমি বিনামূল্যে বরাদ্দ দেওয়ার জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

আরও পড়ুন- ঘাটাইলে ঈঁদুরের বিষ খেয়ে ভাই বোনের মৃত্যু

২০১৮ সালের ৩ নভেম্বর শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনের পরে ১ লাখ ১ হাজার টাকায় নামমাত্র মূল্যে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ১২ দশমিক ৭৭ একর খাস জমির দলিল সম্পাদনের কাজ শেষ হয়।

কিন্তু পরে জানা যায়, একনেকের সভায় অর্থ ছাড় দেওয়া হয়েছে ঘাটাইলের পার্শ্ববর্তীমধুপুর উপজেলার নামে।

বিষয়টি জানার পর আমারা বিভিন্ন সময়ে ঘাটাইলে আইটি পার্ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছি।

পরর্বতীতে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক ঘাটাইলের উপজেলা আওয়ামী লীগের সম্মেলেন উপস্থিত ছিলেন।

সেই সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আইটি পার্কের বিষয়ে তিনি কিছু জানেন না।

সেক্ষেত্রে আইটি পার্কটি ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তরের প্রশ্নই আসে না।

তিনি আরো বলেন, আমরা ঘাটাইলবাসি তার এমন বক্তব্যে আশ্বস্ত হই।

আরও পড়ুন- ঘাটাইলে সড়কে ধানের চারা রোপন করলেন গ্রামবাসি

কিন্তু সম্প্রতি কৃষিমন্ত্রীর আইটি পার্ক ও ঘাটাইলবাসীর নাম উল্লেখ করে হেয়, তাচ্ছিল্য ও অপমানজন বক্তব্য প্রদান করে।

কৃষিমন্ত্রীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এতে আমরা ঘাটাইলবাসী মর্মাহত হই। আমরা এমন মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানাই।

যেহেতু তিনি আমাদের ঘাটাইলের অধিকার হরণ করেছেন, এর দায়ভার তাকেই নিতে হবে।

অন্যথায় ঘাটাইলের সাধারণ জনগণ কঠোর আন্দোলনসহ কৃষিমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত ছিলেন

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আবুল কালাম আজাদ মামুন, ঘাটাইল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, আইটি পার্ক রক্ষা বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক রাহাত সরকার, যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন, প্রমুখ।