বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মধুপুর-ধনবাড়ীতে প্রতিরোধ সমাবেশ

মধুপুর সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারি “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” প্রতিপাদ্যে এ কর্মসূচি পালন করে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিরোধ সমাবেশে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।

পরে জেলা পরিষদের মধুপুর অডিটরিয়ামে ইউএনও আরিফা জহুরার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সহকারী কমিশনার (ভূমি) এম এ করিম, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) কামরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান অধ্যক্ষ বজলুর রশীদ খান প্রমুখ বক্তৃতা করেন।

এ দিকে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফিন।

বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম প্রমুখ।