বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে টাঙ্গাইল চেম্বারের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা।

কেন্দ্রীয় এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিমের আহবানে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি।

আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, আইন বিষয়ক সম্পপাদক অ্যাডভোকেট এস আকবর আলী খান, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম শিবলী সাদিক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ খান পিয়ারা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এসময় টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দর ও ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিএনপি-জামাতের মদদপুষ্ঠ উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বক্তারা আরো বলেন, যারা ভাস্কর্য ভেঙেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

তা নাহলে এদেশের মানুষ মেনে নেবে না। সম্পাদনা – অলক কুমার