বাসাইলে আ’লীগ সম্মেলন- ঘোষিত কমিটি না মেনে সংবাদ সম্মেলন

বাসাইল প্রতিনিধি : কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কমিটি ঘোষনার পরে সন্ধ্যা পৌনে ৭টায় বাসাইল প্রেসক্লাবে হাজির হয়ে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক পন্থায় কমিটি ঘোষনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি পদপ্রত্যাশী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী শফিউল আরেফিন খানশুর সুজন।

এসময় এ সময় তাদের সমর্থক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেললনে শফিউল আরেফিন খানশুর সুজন বলেন, প্রথম অধিবেশনে কমিটি বিলুপ্ত না করে ও ২য় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুপস্থিতিতেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম অগণতান্ত্রিক পন্থায় কমিটি ঘোষনা করেছেন।

এ ঘোষনা তৃণমূল আওয়ামী লীগ মেনে নেয়নি। আমরা অনিয়মতান্ত্রিক ভাবে কমিটি ঘোষনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপরে আমরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকেও জানাবো।

সভাপতি পদপ্রত্যাশী আব্দুর রহিম আহমেদ বলেন, দুই প্যানেলের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা না করে কমিটি ঘোষনা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী।

স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে দায়ী করে তিনি বলেন, দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির অনুপস্থিতিতে তিনি কমিটি ঘোষনা করেন।

এতে তৃণমুল আওয়ামী লীগের কাউন্সিলরদের প্রত্যাশা পুরণ হয়নি। সাংসদ তার পকেট কমিটি ঘোষনা করে গেলেন।

এতে উপজেলা আওয়ামী লীগের দলীয় গ্রুপিং কোন্দল বাড়বে। দুর্বল হয়ে পড়বে দলীয় সাংগঠনিক কার্যক্রম।

আমরা এর সুরাহা চাই, প্রয়োজনে প্রধানমন্ত্রী পর্যন্ত যাব, আমরা এ কমিটি মানিনা। সম্পাদনা – অলক কুমার

খবর বাংলা