মধুপুরে পরীক্ষার কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতার অর্থদণ্ড

মধুপুরে পরীক্ষার কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতার অর্থদণ্ড

মধুপুর সংবাদদাতা: পরীক্ষার কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে টাঙ্গাইলের মধুপুরে দুই ছাত্রলীগ নেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগস্ট) বিকেলে মধুপুর সরকারি কলেজ কেন্দ্রের ভেন্যু মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন মধুপুর পৌরশহরের মাষ্টার পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে শেখ ফরিদ বাবু (২৬)।

সে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত কলেজ শাখা কমিটির আহবায়ক।

আরও পড়ুন- মধুপুরে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

অপরজন হলেন বাবুর সহযোগি সিজান আহমেদ (২৪)। তার বাড়ি মধুপুরের আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাশ কোর্সের তৃতীয় বর্ষের ফাইনালের প্রথম পরীক্ষা ছিল ইংরেজি।

রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন অবস্থায় মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ওই দুই নেতা প্রবেশ করেন।

অভিযোগ করা হয়, এ সময় তারা মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সমাধান করে হলে সরবরাহের উদ্যোগ নেয়।

খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন এবং সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন কেন্দ্র পরিদর্শনে যান।

আরও পড়ুন- টাঙ্গাইলে বাসচাপায় দুই এনজিও কর্মী নিহত

সেখানে গিয়ে তারা অভিযুক্ত দুইজনকে আটক করেন।

পরে পৃথক আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১/ক ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অনাদায়ে ১৫দিনের কারাদন্ডাদেশ দেন ওই আদালত।

মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, দন্ডপ্রাপ্ত দুইজন মধুপুর সরকারি কলেজের ছাত্র কিনা জানিনা।

তবে তারা ছাত্রলীগের নেতা বলে শুনেছি।

 এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পাবলিক পরীক্ষার হলে অনুপ্রবেশের দায়ে আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।