মধুপুর পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো.আ.লতিফ পান্না নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থীতা প্রত্যাহার ও ভোট বর্জন করেছেন।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী মো.আ. লতিফ পান্না মধুপুর পৌরসভায় পূনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করে এ দাবি জানান।

লিখিত অভিযোগে জানা গেছে, ধানের শীষের পোলিং এজেন্টদের জোর পূর্বক কেন্দ্রে থেকে বের করে দেয়া; ভোটারদের নিকট থেকে মেয়র পদের ব্যালট ছিনিয়ে নেয়া; প্রকাশ্যে নৌকায় সিল দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করে পূনঃনির্বাচনের দাবি জানান।

উল্লেখ্য, ৩য় ধাপে টাঙ্গাইলের পাঁচটি পৌরসভায় নির্বাচন আজ ৩০ জানুয়ারি।

এছাড়া টাঙ্গাইল, সখীপুর, মির্জাপুর ও ভূঞাপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে চলছে বলে জানা গেছে। সম্পাদনা – অলক কুমার