মির্জাপুরে যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

মির্জাপুরে যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

মির্জাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মির্জাপুর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন ও সদস্য সচিব ডি এ মতিনের নেতৃত্বে গঠিত কমিটির বিরুদ্ধে চলমান স্বৈরাচার সরকার বিরোধী গণতান্ত্রিকা আন্দোলনে নিস্ক্রিয়তা এবং ডামি নির্বাচন প্রতিহত করার আন্দোলনে ভূমিকা পালনে ব্যর্থতার অভিযোগে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক (সহসভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন- মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মির্জাপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব ডি এ মতিন তাদের কমিটির বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, চলমান সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে মির্জাপুর উপজেলা যুবদল যে ভূমিকা পালন করছে অনেক জেলাতেও সে আন্দোলন সংগ্রাম হচ্ছে না।

তিনি মনে করেন গ্রুপিংয়ের নোংরা রাজনীতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দলের দুঃসময়ে নিজেদের মধ্যে এই হিংসাত্বক সিদ্ধান্ত দলের জন্য অমঙ্গল ভয়ে নিয়ে আসবে বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, কেন্দ্রীয় যুবদল যেটা ভাল মনে করেছে সেটাই করেছে। এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই বলে তিনি উল্লেখ করেন।