শিশু বলাৎকারী দুই মাদরাসা শিক্ষককে জেল হাজতে প্রেরণ

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়া শ্যামলী (গরুর হাট) এলাকার আল এহসান নূরানী ও হেফজ মাদরাসায় দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পুলিশ তাদের আটক করে।

বলাৎকারের শিকার দুই জন শিক্ষার্থী ঘাটাইলের পশ্চিমপাড়া মাদরাসায় হেফজ খানার ছাত্র।

আটক দুই মাদরাসা শিক্ষক গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভুঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়া মাদরাসার হেফজ খানায় দুই শিক্ষার্থীকে মাদরাসার দুই শিক্ষক রমিজুল (২২) ও খায়রুল বলাৎকার করে।

বিষয়টি তারা বাবা-মাকে জানালে, পরে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ উক্ত মাদরাসায় অভিযান চালিয়ে দুই শিক্ষককে গ্রেপ্তার করে।

ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯ক ধারায়) মামলা দায়ের করেন।

বলাৎকারের শিকার এক ছাত্রের অভিভাবক জানান, ঘটনার শিকার আমার ছেলে ভয়ে মাদরাসা থেকে পালিয়ে নানির বাসায় আশ্রয় নেয়।

খবর পেয়ে আমি ও আমার স্ত্রী সেখানে যাই।

কারণ জানতে চাইলে ছেলে বলে আমি আর মাদরাসায় যাবোনা। হুজুর আমার সাথে খারাপ কাজ করেছে।

এসময় ওই শিক্ষার্থী আরো বলেন, আমাকে মাদরাসায় পাঠালে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব।

ঘটনার সত্যতা স্বীকার করেন ঘাটাইল থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান।

তিনি জানান, বলাৎকারের সাথে জড়িত দুই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।