সখীপুরে ইতালী ফেরতকে হোম কোয়ারেন্টাইনে

সখীপুরে ইতালি ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ১০ মার্চ ওই প্রবাসী ইতালি থেকে দেশে আসেন। ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা ভাইরাস না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে সখীপুরে পরিবারের কাছে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সুবহান বলেন, ওই ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তারপরও সতর্কতার জন্যে তাকে অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমরা নিয়মি তার খোঁজ খবর রাখছি।

উল্লেখ্য, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি একটি ঘরেই থাকেন। ঐ ঘরের টয়লেট সংযুক্ত থাকা জরুরি। কোনও ভাবেই যেনো কোনও জমায়েতে না যেতে পারেন সেজন্যই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। হাত ধোয়ার ক্ষেত্রেও অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানেটাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। খাবার, পানীয়, টাওয়েল, বিছানা ইত্যাদি আলাদাভাবে ব্যবহার করার অনুরোধ করা হয়।