সাংসদ সোহেল হাজারীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তের নির্দেশ আদালতের

সোহেল হাজারী এমপিকে আসামি করে গত ৩০ জুন মোখলেছুর রহমান ৫০০/৫০৬(ii) দণ্ডবিধির বিধান মতে মামলা দায়ের করেন। দীর্ঘ ৪ মাস অতিবাহিত হলেও আদালত এ বিষয়ে কোন আদেশ দেননি।

১৮ নভেম্বর (সোমবার) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতের বিচারক শামছুল হক সোহেল হাজারীর বিরুদ্ধে আনীত অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কালিহাতী থানার ওসি তদন্তকে নির্দেশ দেন।

মামলার বাদী মোখলেছুর রহমান বলেন, গত ২৭/০৪/১৯ ইং তারিখে সাংসদ সোহেল হাজারীর পিএস হিরা’র মোবাইল ফোন থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ৩০ জুন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে একটি মামলা (নং- ২৪৬/২০১৯) দায়ের করা হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এড. বারেক আব্দুল্লাহ, এড. মোয়াজ্জেম হোসেন, মোনায়েম হোসেন খান, রকিবুল হোসেন খান।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, আদালতের আদেশটি এখনও আমি পাইনি। পেলে আদালতের নির্দেশ মোতাবেক যথাযথ তদন্ত পূর্বক প্রতিবেদন পেশ করা হবে।