প্রভাব ঘাটিয়ে সামাজিকভাবে একঘরে; নিরাপত্তা চায় পরিবারগুলো

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের কাছরা গ্রামের অসহায় ১০টি পরিবার তাদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে হামিদপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানা যায়, ঘাটাইল উপজেলার কাছরা গ্রামের প্রতিবেশী আব্দুর রশিদ, রফিকুল ইসলাম ও আব্দুর রহিমদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে প্রথমে ৪টি, পরে ৬টি পরিবারসহ ১০টি পরিবারকে একঘরে করে দেয়। ফলে ওই ১০টি পরিবার ধর্মীয় আচার অনুষ্ঠান, বাচ্চাদের লেখাপড়া, চিকিৎসাসহ সকল প্রকার সমস্যার সম্মুখীন হতে থাকে।

পরে ওই এক ঘরে ১০টি পরিবার অন্য কোন উপায় না পেয়ে তারা কাছরা উত্তরপাড়া জামে মসজিদ নামে প্রায় এক বছর পূর্বে একটি মসজিদ স্থাপন করেন। এতে ক্ষিপ্ত হয়ে রশিদ তার সংবদ্ধ চক্রের ২০-৩০ জন লোক নিয়ে ৪ মার্চ রাতে পরিকল্পিতভাবে ওই ১০টি পরিবারের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।

পরদিন প্রকাশ্য দিবালোকে আব্দুর রশিদ পুণরায় ওই ১০টি পরিবারের নির্মিত মসজিদটি ভেঙে ফেলে। ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি মীমাংসা করে দেয়ার আশ্বাস দিলেও অদ্যাবদি কোনো সমাধান হয়নি বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ওই পরিবারের সদস্যরা।

অন্যদিকে অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার ১০টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাছরা গ্রামের সোনামিয়া, জোয়াহের আলী, শাজাহান, আজহারুল ইসলাম, লিটন হোসেন আলী, আকবর ও শামসুল হক সহ ১০ পরিবারের সদস্যরা।