সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মাভাবিপ্রবি সংবাদদাতা : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ এর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

সোমবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম; প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক, প্রফেসর ড. মো. মাসুদার রহমান; প্রফেসর ড. শামীম আল মামুন; সহযোগী অধ্যাপক ধনেশ্বর চন্দ্র সরকার; সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম; ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার