প্রেমিকসহ পরিবারের লোকজন বাড়ি থেকে উধাও

সুখের আশায় ঘর ছাড়া গৃহবধু, প্রতারক প্রেমিকের বাড়িতে অনশন

প্রেমিকের বাড়িতে অনশন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় ৩ বছরের প্রেমের সম্পর্কে শারীরিক মেলামেশার অভিযোগ করেছেন এক তরুণী।

এ ঘটনায় ওই তরুণীর প্রেমিক আল-আমিনের (২২) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন সে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিক আল-আমিন বাদশা মিয়ার ছেলে এবং ওই তরুণীর বাড়ী রাউৎ বাড়ী গ্রামে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রেমিক আল-আমিনের বাড়িতে তরুণী অনশন করছেন।

আরো পড়ুন – ক্যামেরা দেখে দৌঁড়ে রুম থেকে বের হয়ে যান উপ-পরিচালক

এরআগে রবিবার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন।

এদিকে, আল-আমিনসহ তার পরিবারের লোকজন ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে।

সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বখাটে আল-আমিন গোবিন্দাসী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের বাহামভূক্ত সন্ত্রাসী।

ভুক্তভোগী তরুণী জানান –

মাদরাসায় আসা-যাওয়াকালে ৩ বছর আগে থেকে আল-আমিন প্রেমের প্রস্তাব দিতো ও উক্ত্যক্ত করতো।

বিষয়টি আমার পরিবারকে জানালে কয়েকমাস পর পাশের গ্রামের এক ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেন।

বিয়ের পরেও আল আমিন নানা সময়ে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। একপর্যায়ে আল-আমিনের ফাঁদে আমি পা দেই।

সে থেকেই অনেক সময় স্বামী বাড়ি না থাকায় আল-আমিন আমার সঙ্গে জোরপর্বক শারীরিক মেলামেশা করে এবং কাউকে জানালে স্বামীসহ পরিবারের লোকজনের কাছে বলে দেওয়ার হুমকি ও বিভিন্ন সময়ে ইচ্ছের বিরুদ্ধে শারীরিক মেলামেশা করে।

আরো পড়ুন – আমাদের দেশের বিচারপতিরা শুধু লাল টেলিফোনের দিকে তাকিয়ে থাকে : হাবীব-উন-নবী খান

সর্বশেষ যা ঘটেছে –

সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে আল-আমিন রাতে আমাকে বাগবাড়ী বাসস্ট্যান্ড থেকে তার কর্মস্থল জামালপুরের কথা বলে আমাকে শেরপুর নিয়ে যায়।

তারপর একটি নির্জন বাসায় ৩-৪ দিন আটকে রেখে শারীরিক মেলামেশা করে এবং বিয়ের কথা বলে সেখান থেকে আমাকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে যায়।

তারপর আল-আমিনের সাথে যোগাযোগ করলে জানায়- আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে।

কিন্তু সে আর প্রস্তাব পাঠায়নি। কয়েকদিন আগে জানতে পারি সে বিয়ে করছে।

এ খবর পেয়ে বিয়ের দাবিতে অনশন করছি। ওর কারণে আমার সংসার ভাঙেছে ও স্বামী ডিভোর্স দিয়েছে। সে বিয়ে না করা পর্যন্ত আমি এ বাড়ি থেকে যাব না।

স্থানীয়রা জানান, আল-আমিন ছেলেটি বখাটে। দীর্ঘদিন ধরে মেয়েটির সাথে প্রেমের সস্পর্ক ছিল বলে জেনেছি।

গত রবিবার থেকে বিয়ের দাবিতে প্রেমিক আল-আমিনের বাড়িতে অনশন করে আসছে। কিন্তু বাড়ির লোকজন সবাই পালিয়েছেন।

এদিকে, আল-আমিনসহ তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো পড়ুন – মামলার কথা জানেন না পাসপোর্ট অফিসের উপ-পরিচালক

কেন?

এ বিষয়ে জানতে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি।

কেন মুঠোফোনের কল রিসিভ করেন নি, তাও জানা যায় নি সংশ্লিষ্ট সূত্র থেকে।

পুলিশের বক্তব্য –

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী মেয়েটি কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার