সড়ক দুর্ঘটনায় পঙ্গু সেলিম পাননি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের অনুদান

পঙ্গু সাংবাদিক মো. সেলিম হোসেন

অলক কুমার : সড়ক দুর্ঘটনায় পা হারানো দৈনিক যুগান্তরের টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন আদৌ পাননি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের অনুদান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অসহায়, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের আর্থিক সহযোগিতা করে থাকে।

কিন্তু দায়িত্ব পালনরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে পঙ্গু হলেও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কোন অনুদান পাননি তিনি।

পঙ্গু সাংবাদিক সেলিম হোসেন মুঠোফোনে বলেন, ২০১৯ সালের ২২ জুন সাংবাদিক সেলিম হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হই।

টানা দুই মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি বেঁচে আসি; তবে আমার ডান পা কেটে ফেলা হয়।

কিন্তু আজ পর্যন্তও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কোন অনুদান পাইনি।

অসহায়, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত গণমাধ্যম কর্মীরা এই অনুদান পায় বলেই জানি।

সম্প্রতি টাঙ্গাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সাতজন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

কিন্তু আমিতো সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছি; আমি কোন অনুদান পাইনি।

এসময় তিনি জানতে চান করেন, তাহলে কারা, কোন মানদণ্ডে এই অনুদান পেলো?