হতদরিদ্র পরিবারে ত্রাণ দিলেন ফজলুল‌ হক বীর প্রতীক

টাঙ্গাইল পৌরসভার ১৭ নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় টাংগাইল পৌরসভার ১৭নং ওয়ার্ডের বিশ্বাস বেতকায় বীর মুক্তিযোদ্ধা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক করোনা দূর্গত প্রায় শতখানেক পরিবারের মাঝে খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কাজে তিনি এগিয়ে আসেন।

এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী এখনও পাননি বা যারা ত্রাণ গ্রহণে বিশেষভাবে বিব্রতবোধ করেন এমন কিছু মানুষের তালিকা তৈরি করে তিনি নিজবাসভবন ওসমান মঞ্জিল থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীতে চাল ডাল আলু পিয়াজ ইত্যাদি আছে।

তিনি এসময় বিশ্বের চলমান করোনা মহামারীর সময়ে বিত্তবানদেরকে সাধ্যমত দুস্থ দূর্গত মানুষকে সহায়তা প্রদানের আহবান জানান।

তিনি বাংলাদেশের পরিস্থিতিকে মুক্তিযুদ্ধের পরিস্থিতির সাথে তুলনা করে করোনা মোকাবেলার যুদ্ধে যার যার অবস্থান থেকে দায়িত্ব কর্তব্য পালনের আহবান জানান।

এ ত্রাণ কাজে উপস্থিত ছিলেন কুমুদিনি সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. আজাদ খান, ফজলুল হক বীর প্রতীকের স্ত্রী নাজমা হকসহ পরিবারের সদস্যবর্গ ।