৩য় ধাপে টাঙ্গাইলের ৫টি পৌরসভায় আ’লীগ প্রার্থীরা বিজয়ী

নিজস্ব প্রতিবেদক : ৩য় ধাপে টাঙ্গাইলের পাঁচটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভাগুলো হলো, টাঙ্গাইল, মির্জাপুর, ভূঞাপুর, মধুপুর ও সখীপুর।

পাঁচটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল পৌরসভা –

টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত এসএম সিরাজুল হক আলমগীর নৌকা প্রতীকে ৬৬৬১৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু ধানের শীষ প্রতীকে ২২৯০০ ভোট পেয়েছেন।

মির্জাপুর পৌরসভা –

আওয়ামী লীগ মনোনীত সালমা আক্তার ১২৪৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. শফিকুল ইসলাম পেয়েছেন ২৯২৪ ভোট।

ভূঞাপুর পৌরসভা –

আওয়ামী লীগ মনোনীত মো. মাসুদুল হক মাসুদ ৯৪৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪৫০৫ ভোট।

মধুপুর পৌরসভা –

আওয়ামী লীগ মনোনীত মো. সিদ্দীক হোসেন ২৫৯৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. আ. লতিফ পান্না পেয়েছেন ১৬৫১ ভোট।

সখীপুর পৌরসভা –

আওয়ামী লীগ মনোনীত মো. আবু হানিফ আজাদ ৭৮৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেন সজীব পেয়েছেন ৭৫৪৪ ভোট।