ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন

মাহফুজ আরা আফরোজ, মাভাবিপ্রবি : টাঙ্গাইলের সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আজিজুল হক।

আরো পড়ুন – ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৯ নেতাকে বহিস্কার

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন বক্তব্য রাখেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীদের ১২টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।