টাঙ্গাইলে আরো ১০১ জন শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে রোগীর সংখ্যা।

শনিবার (২৬ আগস্ট) টাঙ্গাইল থেকে ২৯৩টি নমূনা পরীক্ষা করে ১০১টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪.৪৭।

এছাড়া এই সময়ে টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে আরো একব্যক্তির মৃত্যু হয়েছে।

এপর্যন্ত টাঙ্গাইলে ৭০৩৩ জন করোনা আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে সদরে ৩০৪৫, নাগরপুরে ১৫৪, দেলদুয়ারে ৩১১, সখিপুরে ৩৩০, মির্জাপুর ৭৮২, বাসাইলে ১৭৭, কালিহাতীতে ৭২০, ঘাটাইলে ৪১৯, মধুপুরে ৩৪৪, ভূঞাপুরে ২৯৮, গোপালপুরে ২২৮ এবং ধনবাড়ীতে ২২৫ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া টাঙ্গাইলে এ পর্যন্ত ১০৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪২, নাগরপুরে ২, দেলদুয়ারে ৯, সখিপুরে ৪, মির্জাপুরে ১০, বাসাইলে ৫, কালিহাতীতে ১২, ঘাটাইলে ১২, মধুপুরে ৩, ভূঞাপুরে ৩, গোপালপুরে ৩ এবং ধনবাড়িতে ৩ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। সম্পাদনা – অলক কুমার