করোনা : টাঙ্গাইলে সামজিক দূরত্ব চিহ্নিত করে দিলেন পুলিশ সুপার

টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ নানা সচেতনতা কার্যক্রম শুরু করেছে করেছে। এর মধ্যে অন্যতম সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

সকালে শহরের পাঁচআনী বাজার, ছয়আনী বাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন্ এলাকায় পুলিশ সুপারের নের্তৃত্বে একটি টিম করোনা ভাইরাস প্রতিরোধে নানা কার্যক্রম পরিচালনা করে। এই সময় বাজার দর মনিটরিংসহ বাজারে আসা ক্রেতাদের নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য দোকানদার ও ক্রেতাদের নির্দেশ দেন। ঔষুধের দোকান ও কাঁচা বাজার গুলোতে নিদিষ্ট দুরত্ব বজায় রেখে গোল দাগ দিয়ে ক্রেতাদের দাঁড়ানোর জন্য মার্ক করে দেন এবং অযথা বাড়ির বাইরে কাউকে না আসার নির্দেশ দেন।

এ সময় টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাস আতংক বিরাজ করতেছে। সামজিক দুরত্ব বজায় রাখতে তিনফুট পর পর বৃত্ত করে দেয়া হচ্ছে দোকানের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য। এছাড়া হাট-বাজারে জন সচেতনতার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।