দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর)

কারণ দর্শানো নোটিশের জবাব দিলেন দুই প্রার্থী

কারণ দর্শানো নোটিশের জবাব দিলেন দুই প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইলের দুই প্রার্থীসহ চারজন উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করেন।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নির্বাচন অনুন্ধান কমিটির চেয়ারম্যানের সামনে স্বশরীরে উপস্থিত হয়ে তারা এই জবাব দেন।

বুধবার যুগ্ম জেলা ও দায়রা জজ-৪র্থ আদালতে কমিটির চেয়াম্যানের কাছে টাঙ্গাইল-২ আসনের দুই এমপি প্রার্থী ব্যাখ্যা দিতে আদালতে উপস্থিত হন।

আরো পড়ুন – কেন এই প্রাণনাশের প্রস্তুতি? কোন প্রার্থীর অস্ত্র বাহক এই গাড়ির চালক?

এমপি প্রার্থীর হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি ও স্বতন্ত্রপ্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) নির্বাচনী অনুসন্ধান কমিটি-১৩১ এর চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের চেয়াম্যান নিভানা খায়ের জেসী।

এদিন সকাল সাড়ে ১১টায় স্বতন্ত্র প্রার্থী ও দুপুর ২টা ৩০ মিনিটে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন অনুন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে সরাসরি জবাব প্রদান করেন ওই দুই প্রার্থী।

আদালত সূত্র জানায়, এই কারণ দর্শানোর নোটিশের জবাব সরাসরি নির্বাচন কমিশন অফিসে পাঠানো হবে। সেখান থেকেই সিদ্ধান্ত প্রদান করা হবে।