ভূঞাপুরে রক্ত দেখে চোর শনাক্ত

ভূঞাপুরে রক্ত দেখে চোর শনাক্ত

ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বার একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরের নেতৃত্বে উপজেলার মাইজবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মাদারিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মাইজবাড়ী গ্রামের সোবহান (২০)।

আরো পড়ুন – কেন এই প্রাণনাশের প্রস্তুতি? কোন প্রার্থীর অস্ত্র বাহক এই গাড়ির চালক?

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতের কোন সময় উপজেলার মাইজবাড়ী একটি দোকানের টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা চুরি করে দুর্বৃত্তরা।

সকালে দোকানে গিয়ে চুরির ঘটনাটি দোকান মালিক জুব্বার আলী জানতে পারেন।

এসময় ঘটনাস্থলে কয়েক জায়গায় রক্ত পড়ে থাকতে দেখা যায়।

ধারণা করা হয়, টিনের বেড়া কাটার সময় তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে রক্ত ঝরেছে।

পরে থানায় অভিযোগ দায়ের করলে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে একজনের হাত ও পায়ের বিভিন্ন অংশে সদ্য কাটা রয়েছে। যা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে নাজমুল মাদকসেবী বলে স্থানীয়রা জানান।

আরো পড়ুন – টাঙ্গাইলের পাঁচ হেবিওয়েট প্রার্থীর প্রতীক ঈগল, দুইজনের ট্রাক

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। চুরির ২৩ হাজার টাকার মধ্যে ২২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সেটি তদন্ত চলছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর তালা ভেঙে একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল।