কালিহাতীতে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘ‌র্ষ, নিহত ৩

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কা‌লিহাতীতে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা ট্রাক চালক মনির (৪৫)।

অপর দুইজন হলো, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মতিন নগর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে নুরুন্নবী (৩৫) ও জোড়াগঞ্জ উপজেলার গেড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার এসআই নাজমুল হাসান জানান, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার আবুল হোসেনের ছেলে সহিদ (৩০)কে আহত উদ্ধার করা হয়।

পরে তাকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রাসেল জানান, শুক্রবার সকালে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় উত্তরবঙ্গ থে‌কে আসা এক‌টি বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

এক‌টি গা‌ড়ি‌ আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এ ঘটনা ঘটে। সম্পাদনা – অলক কুমার