কালিহাতীতে বিষ খাইয়ে গরু হত্যা, বিচারের জন্য ঘুরছে মালিক

কালিহাতীতে বিষ খাইয়ে গরু হত্যা

কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর (কুকরাইল) গ্রামে ৩টি গরু বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গরুর মালিক প্রবাসী লাভলু মিয়ার স্ত্রী শামছুন্নাহার গরু হত্যার বিচার চেয়ে স্থানীয় মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরছেন।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী বাদল মিয়া ও তার স্ত্রী এঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শামছুন্নাহার।

স্থানীয়রা জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর (কুকরাইল) গ্রামের প্রবাসী লাভলু মিয়ার সঙ্গে প্রতিবেশি বাদল মিয়ার দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

আরো পড়ুন – ভূঞাপুরে মেয়র ও এমপি গ্রুপের আলাদাভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গত মঙ্গলবার সকালে ওই জমি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গরু মেরে ফেলার হুমকি দেয় প্রতিবেশী বাদল মিয়া।

পরের দিন বুধবার সকালে শামছুন্নাহার তার গরুকে খাবার খাওয়াতে গিয়ে দেখেন প্রতিবেশী বাদল মিয়া ও তার স্ত্রীর গরুর খাবারের গামলার পাশ দিয়ে দ্রুত চলে যাচ্ছেন।

এরপর ওই গামলার খাবার খেয়ে একটি গাভী, একটি বকনা বাছুর ও একটি ষাঁড় মারা যায়।

বিষয়টি নিয়ে স্থানীয় মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরছেন বিচারের আশায়।

আরো পড়ুন – বাসাইলের নথখোলার ভূক্তভোগীদের জিজ্ঞাসা – বালুখেকোদের এতো শক্তি কোথায়?

কালিহাতী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ফিল্ড ফ্যাসিলিটেটর ডা. মো. সাইফুল ইসলাম বলেন, আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ৩টি গরু মৃত অবস্থায় দেখতে পাই।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গরুগুলো বিষাক্ত খাবার খেয়ে মারা যেতে পারে।

এ ব্যাপারে বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ জানান, বিষয়টি শুনেছি, উভয়পক্ষ আমাকে জানিয়েছে।