কালিহাতীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ!!

কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে মাছ মারতে গিয়ে নিখোঁজ হয়েছেন জাহাঙ্গীর (৩৫) নামের এক ব্যক্তি।

নিখোঁজ জাহাঙ্গীর উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জাহাঙ্গীর কস্তুরীপাড়া বাজারের নৈশ প্রহরী হিসেবে কাজ করেন।

গত ৪ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফস্কা নিয়ে মাছ মারতে যায়।

এরপর আর সে ফিরে আসেনি বলে নিশ্চিত করেছেন পারিবারের সদস্যরা।

তার বাবা ও পরিবারের সদস্যরা তাকে খুজতে বের হয়ে পড়লে তারা দেখেন যে, ঘুনি পাড়ার নিকট সাবেক মেম্বার আ. কাদেরের পুকুরের ভিতর মাছ রাখার একটি খালই (মাছ রাখার বাঁশের তৈরি পাত্র) এবং একটি ফস্কা পড়ে আছে।

ওই পুকুরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

পরে শনিবার (৫ ডিসেম্বর) শনিবার নিখোঁজের বাবা কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরি করেন। যার নং- ১৮৫।

এবিষয়ে কালিহাতী থানার এস আই আব্দুল করিম জানান, জাহাঙ্গীরের নিখোঁজ হওয়াটা বেশ রহস্যজনক। তবে তাকে খুঁজে বের করার জন্য গতিশীল তৎপরতা চালিয়ে যাচ্ছেন।