কালিহাতীতে আইজিপি পদক প্রাপ্ত ওসির যোগদান; সাংবাদিকদের সাথে মতবিনিময়

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

কালিহাতী থানার উদ্যোগে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইলন মিডিয়া সাংবাদিকরা।

এসময় নবাগত ওসি সওগাতুল আলম সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক।

পেশা ভিন্ন হলেও উদ্দেশ্য এক। আমাদের উদ্দেশ্য দেশ সেবার। মতবিনিময় সভাটি পরিচালনা করেন কালিহাতী থানার এস আই মাহাবুল ইসলাম।

সওগাতুল আলম কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের সন্তান।

তার বাবা মো. সাইদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা আমাতুর রহমান একজন আদর্শ গৃহিণী।

জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর তিনি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেয়েছেন।