ঘাটাইলে চোর’কে জুতার মালা দিয়ে বাজার প্রদক্ষিণ

টাঙ্গাইলের ঘাটাইলে চুরি করার সময় হাতেনাতে আটকের পর গণধোলাই দিয়ে আরজু মিয়া (৩৫) নামের এক চোরকে জুতারমালা দিয়ে বাজার প্রদক্ষিণ করে ছেড়ে দিল গ্রামবাসী। বুধবার দিবাগত রাত ১টার সময় উপজেলার সালেংকা গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের পারা গ্রামের মোতাহের উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত এক মাস ধরে দিঘলকান্দি ইউনিয়নে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে গেছে। আজ বুধবার দিবাগত রাত ১টার দিকে সালেংকা গ্রামের রাজা মিয়ার বাড়ীতে তালা ভেঙ্গে চুরি করার সময় দেখে ফেলে পাশের বাড়ীর বাছেদ, সুমন, রায়হান।

পরে এলাকাবাসীর সহযোগীতায় ধাওয়া করে চোর আরজুকে ধরে ফেলে। সকালে আ.লীগ নেতা শাহজাহান মিয়া, ইউপি সদস্য টিক্কা খানসহ স্থানীয়রা গণধোলাই দিয়ে হামিদপুর বাজারে আনলে সংক্ষুব্ধ জনতা তার গলায় জুতার মালা দিয়ে বাজার প্রদক্ষিণ করে ছেড়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য টিক্কা খান জানান, কেউ বাদি না হওয়াতে আমরা চোরকে ছেড়ে দিয়েছি।

ঘাটাইল থানার ডিউটি অফিসার এস আই মতিউর রহমান বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি।