ঘাটাইলে ফুটপাত দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত উপজেলা সদরের কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কের পাশে ও ফুটপাতে স্থাপিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময়ে ফুটপাতে থাকা, সাইনবোর্ড, বিলবোর্ড, চায়ের দোকান, ফলের দোকান এবং পুরাতন কাপড়ের দোকান গুড়িয়ে দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন প্রায় ৫০ জন গ্রাম পুলিশ সদস্য।