ঘাটাইলে যাত্রীসহ পিকআপ খাদে, নিহত ১, আহত ১২

সড়ক দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় সৌরভ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১২ জন আহত হয়েছে।

সোমবার (১১ জুলাই) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ মধুপুর উপজেলার ব্রাক্ষনবাড়ী গ্রামের শফিকুলের ছেলে। ঘাটাইল থানার এসআই পলাশ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর থেকে ১৪ জন যাত্রী নিয়ে মধুপুরের উদ্দেশ্য একটি পিকআপ ভ্যান যাত্রা শুরু করে।

আরো পড়ুন – আমার শিহাব নাই, আমাগো ঈদও নাই – শিহাবের মা

পথিমধ্যে ঘাটাইলের পোড়াবাড়ি পৌঁছলে রাস্তার পাশে থাকা একটি বিদ্যূতের খুঁটিকে ধাক্কা দিলে পিকআপটি যাত্রীসহ ১০-১২ ফুট নিচে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা গাড়িতে থাকা যাত্রী ও ড্রাইভারকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় হাসপাতালে নেয়ার পথে সৌরভ নামে এক কিশোরের মৃত্যূ হয়; এ ঘটনায় পিকআপ থাকা ১২ জনই যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, মধুপুর উপজেলার ঘোড়ারটিকি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে মোসা. শিল্পি আক্তার (৮), বড়দিঘী গ্রামের ছাদেক আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), ব্রাক্ষনবাড়ি গ্রামের ফজর আলীর স্ত্রী সাবিনা আক্তার (২৫), একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম (২৫), সাদিয়া আক্তার (১২), ধামাবাসুরী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শিশু রুপা আক্তার (৬), ব্রাক্ষনবাড়ি গ্রামের সফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের শফিকুলের স্ত্রী শরিফা বেগম (২৫), লেংড়াবাজার গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী মিনারা বেগম (৩৫), ব্রাক্ষনবাড়ি গ্রামের জাফর আলীর মেয়ে রীনা আক্তার (২১), ধামাবাসুরী গ্রামের শফিকুলের মেয়ে শিশু সানজিদা আক্তার (৬) ও পিকআন চালক আব্দুল মিয়া (৩৫)।

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

ঘাটাইল থানার এসআই পলাশ মাহমুদ জানান, আহতদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ; পিক-আপ চালকের ঠিকানা জানা সম্ভব হয়নি। সম্পাদনা – অলক কুমার