মহাসড়কে সিএনজি; টাঙ্গাইলে বাসের ধাক্কায় প্রাণ গেল খালা-ভাগ্নির

মহাসড়কে সিএনজি

অলক কুমার : ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে খালা ও ভাগ্নি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা কাঠুয়াগারি গ্রামের কুদ্দুসের মেয়ে মৌসুমি (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার টেংকি মারি গ্রামের রেজাউল করিমের মেয়ে রিয়া মনি (৫)।

এ দুর্ঘটনায় সিএনজি ড্রাইভারসহ আরও তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, রেজাউল করিম (৩৪), তার স্ত্রী রত্না বেগম (৩০)। তবে সিএনজি ড্রাইভারের পরিচয় জানা যায় নি।

আরো পড়ৃন – আমার শিহাব নাই, আমাগো ঈদও নাই – শিহাবের মা

দুর্ঘটনায় আহত রেজাউল করিমের স্ত্রী জানান, আমরা জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে সিএনজিটি নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া যাচ্ছিলাম।

আমরা স্বামী-স্ত্রী দুইজনই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি। সিএনজিটি এলেঙ্গা পার হওয়ার পর সাইডের রাস্তা দিয়েই যাচ্ছিল।

হঠাৎ পুলিশ দেখে সিএনজি ড্রাইভার মেইন রাস্তায় উঠে যায়। এরপর ঘটনাস্থল পর্যন্ত আসার পর আবার পুলিশ দেখে মেইন রাস্তার উপরই সিএনজিটি ঘুরিয়ে উল্টা দিকে চলতে থাকে।

 

এসময় একটি বাস সিএনজির ডান পাশের মাঝ বরাবর ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আমার মেয়ে আর হাসপাতালে আনার পর আমার বোন মারা গেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

তিনি জানান, এই ঘটনায় ঘটনাস্থলেই রিয়া নামে ৫ বছরের শিশুটি নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। নিহত মৌসুমি ও রিয়া সম্পর্কে ভাগ্নি।

এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।