টাঙ্গাইলসহ সারাদেশে ভূমিকম্প, মাত্রা ৬.৪

ডেস্ক নিউজ : টাঙ্গাইলসহ সারাদেশে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকায় রাত ৭টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

ইউএসজিএসের দেওয়া তথ্য মতে, এ ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ৪।

প্রাথমিক তথ্যে বলা হয়েছে, ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার দূরে ভারত-মিয়ানমার সীমান্তের ৮৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) জানায়, কেন্দ্রস্থলে ভূমিকম্পটি ঘটে ঢাকার স্থানীয় সময় ৭টা ৫৩ মিনিট ৪৭ সেকেন্ডে।

ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, রাজশাহী, গাইবান্ধা, রংপুর, লক্ষ্মীপুর, বান্দরবান, সিলেট, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফেনী, লালমনিরহাট, খুলনা, নাটোর, বাগেরহাট, ভোলা, ফরিদপুর ও রংপুরসহ বিভিন্ন জেলা থেকেও প্রায় একই সময় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদ সাদেকুল আলম বলেন, দেশে ভূমিকম্প পরিমাপের চারটি কেন্দ্র থেকেই পাওয়া তথ্যমতে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৪।

তিনি জানান, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রংপুরে ভূকম্প পরিমাপক যন্ত্রে পাওয়া ডাটা বিশ্লেষণ করে এ মাত্রা জানা গেছে।

উল্লেখ্য, রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পকে মাঝারি মাত্রা ধরা হয়। ৫ মাত্রার বেশি হলেই শক্তিশালী ভূমিকম্প বলে ধরা হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৮৫ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

দেশের কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গতবছরের ১০ সেপ্টেম্বর দেশের বিভিন্নস্থানে পরপর দুই দফা ভূমিকম্প হয়। ঈদ-উল ফিতরের আগের রাত ১০টা ৪২ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ও রাত ১১টা ২৪ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রায় ওই ভূমিকম্প অনুভূত হয়। সম্পাদনা – অলক কুমার