টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীর ৬৫০ জন যৌনকর্মীকে নগদ অর্থ সহায়তা

টাঙ্গাইলের কান্দাপাড়ার যৌনকর্মীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসন। ছয়শ’ ৫০ জন যৌনকর্মীকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (২৪ মে) বিকেলে টাঙ্গাইল পৌরসভাধীন এই যৌনপল্লীর যৌনকর্মীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলে প্রথম লকডাউন করা হয় কান্দাপাড়া যৌনপল্লী। তারপর থেকেই তারা কঠোর লকডাউনের আওতায় থেকে হয়ে পড়েছেন কর্মহীন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পক্ষ থেকে প্রথম থেকেই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে এই যৌনপল্লীর সদস্যদের।

এসময় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন বলেন, জেলা প্র

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুখময় সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টর মো. রোকনুজ্জামান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদি হাসান আলিম।

উল্লেখ্য, ২০ মার্চ সন্ধ্যা থেকে লকডাউনের আওতায় আনা হয় এই যৌনপল্লী। আর তারপর থেকেই জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।