পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ প্রয়োজন – ফায়ার সার্ভিস ডিএডি

টাঙ্গাইলকে জীবাণুমুক্ত করতে পর্যাপ্ত পরিমানে স্যানিটাইজার বা জীবাণুনাশক উপকরণ প্রয়োজন বলে মন্তব্য করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি আছে কিন্তু পর্যাপ্ত স্যানিটাইজার উপকরণ (যেমন- ব্লিচিং পাউডার, স্যাভলন, ফিনাইল) বিশেষত ব্লিচিং পাউডার সরবরাহ থাকলে টাঙ্গাইলের প্রতিটি এলাকা জীবাণুমুক্ত করতে পারবো। জেলা প্রশাসন, টাঙ্গাইল ফায়ার স্টেশন ও পৌরসভার যৌথ উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করার পর এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আজকে শহরে কয়েকটি এলাকায় দূষণ মুক্ত করতে পৌরসভা থেকে মাত্র ৪ কেজি ব্লিচিং পাউডার দেয়া হয়, যা খুবই অপ্রতুল।

এসময় তিনি দাবী করেন, আমাদের পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ করলে আমরা টাঙ্গাইল শহরকে জীবাণুমুক্ত করতে পারবো।

এসময় তিনি আরো বলেন, এই দুর্যোগকালীন সময়ে দেশের মানুষকে সহযোগিতা করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদা প্রস্তুত।