টাঙ্গাইলে আরো ২২টি পজিটিভ; একদিনে সর্বোচ্চ ৩৫ জন শনাক্ত

সোমবার (২৫ মে) রাতে আরো ২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর আগে এদিন সকালে ১৩ জন করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এই নিয়ে টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৩৫ জন করোনা পজিটিভ পাওয়া গেল। যা জেলার একদিনের নতুন রেকর্ড।

গত ১৯, ২০, ২১ ও ২৩ তারিখের পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল মোতাবেক নতুন পজিটিভ ৩৫ জন (মির্জাপুর ১২, ধনবাড়ী ৬, নাগরপুর ৫, মধুপুর ৫, দেলদুয়ার ৩, কালিহাতী ২, ঘাটাইল ১, বাসাইল ১)।

বর্তমানে জেলায় মোট পজিটিভ ১৩১ জন। ২২ মে (শুক্রবার) কোন স্যাম্পল পাঠানো হয় নি।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, আজ সকালে ২০ মে তারিখে প্রেরিত নমুনা থেকে নতুন ১৩ জন করোনা পজিটিভ রোগী চিহ্নিত হওয়ার রিপোর্ট পাই। আবার রাতে ১৯, ২১ ও ২৩ তারিখে প্রেরিত নমুনার ফলাফল পাই। যেখানে আরো ২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এসময় সিভিল সার্জন আরো জানান, রিপোর্টগুলো স্ব স্ব উপজেলা প্রশানের নিকট পাঠিয়ে দেয়া হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন, চিকিৎসার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও তাদের লেবু, কালো জিরা, মধু, আদা পাঠিয়ে তা ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।