টাঙ্গাইল ঈদ জামাতে মুসল্লিদের ঢল

টাঙ্গাইলে ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক : যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

টাঙ্গাইলে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক ও প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঈদজামাত অনুষ্ঠিত হয়।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেছেন মুসুল্লিরা।

ঈদের নামাজ আদায় শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। সেই সঙ্গে দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিশেষ করে অনাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ ও সব মহামারি থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।

এখানে অন্যান্যের মধ্যে নামাজ আদায় করেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দিন হায়দার, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মুসুল্লিরা। সম্পাদনা – অলক কুমার