টাঙ্গাইলে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড; মোট ৭৩ জন

টাঙ্গাইলে নতুন করে আরো ১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এটাই টাঙ্গাইলে একদিনের সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। এখন টাঙ্গাইলে মোট করোনা আক্রান্ত ৭৩ জন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ১৩ জনের মধ্যে জেলার মির্জাপুরে ৫ জন (উপজেলা পরিষদ ২, উপজেলা কৃষি অফিস ১, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, গোড়াই ১); বাসাইলে ১ জন (উপজেলা হাসপাতালের ক্লিনার); ধনবাড়ীতে ১ জন (সদর); গোপালপুরে ২ জন (নন্দনপুর); মধুপুরে ১ জন (রানিয়াদ); কালিহাতীতে ১ জন (বাগুটিয়া) এবং ঘাটাইলে ২ জন (কাউচানগর ১, নরজানা ১) শনাক্ত হয়েছেন।

এবিষয়ে সিভিল সার্জন জানান, গত ১২ মে ১২৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ১৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। তাদের চিকিৎসা সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ০৬ জন।