টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি; ৫ মালিককে অর্থদণ্ড

টাঙ্গাইলে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির অপরাধে ৫ ফ্যাক্টরী মালিককে এক লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার তারটিয়া বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. শাহনুর জামান।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, বিসিক শিল্প নগরী এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি করে আসছিলো এমন তথ্যে ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ ফ্যাক্টরী মালিক যথাক্রমে- সৈয়দ নাজমুল আলমকে ৫০ হাজার, মোস্তাফিজুর রহমানকে ৮০ হাজার, মোঃ আতাউর রহমান খাঁনকে ১০ হাজার, জুন্নুনকে ১০ হাজার, আব্দুল মালেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, আগামীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।