টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগ লকডাউন

টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগ লকডাউন করা হয়েছে। বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম। হাসপাতালে আসা একজন প্রসুতিকে সিজারিয়ান অপারেশনের পর তার দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গাইনী বিভাগের ওটিসহ পুরো বিভাগ লকডাউন করা হয়।

এই আবাসিক চিকিৎসক জানান, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল থেকে সন্তান সম্ভবা একজন নারী গত শনিবার হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি হন। তার ঠান্ডার সমস্যা ছিল। তাকে সিজার করা হয়। পরে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গতকাল মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে।

ফলে আজ বুধবার গাইনী বিভাগ লকডাউন করা হয়। একইসঙ্গে ওই সিজার করার সময় উপস্থিত থাকা ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সবার এবং পরবর্তীতে তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।