টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫ জন

টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫ জন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কোন কিছুতেই কমছে না ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিদিনই বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

বিগত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৩৫ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- মির্জাপুরে সবুজ পৃথিবীর উদ্যোগে তালগাছ রোপণ

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৭ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ৬ জন, মধুপুর উপজেলায় ২ জন, গোপালপুর উপজেলায় ১ জন, আর ধনবাড়ী উপজেলায় রয়েছেন ৪ জন।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারী মাস থেকে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জন। সুস্থ হয়েছেন ৬২৫ জন।

বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৩ জন। মৃত্যুবরণ করেছেন ১ জন।