টাঙ্গাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

টাঙ্গাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: আলোচনা সভা, প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, বিশেষ মোনাজাত ও সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৮ অগস্ট) সকালে জনসেবা চত্ত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, মেয়র সিরাজুল হক আলমগীর, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরাকরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 আরও পড়ুন- টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫ জন

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়।