টাঙ্গাইলে বাড়ছে সংক্রমণ; ২৪ ঘণ্টায় আরো ১৭৫ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে করোনার সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে; সাথে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।

অন্যদিকে জেলা প্রশাসনের ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৪৯৬টি নমূনা পরীক্ষা করে নতুন করে ১৭৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

এরমধ্যে টাঙ্গাইল সদরে ৮০ জন, কালিহাতীতে ২৩ জন, ঘাটাইলে ১৫ জন, মির্জাপুরে ১৪ জন, ভূঞাপুরে ১২ জন, মধুপুর ও দেলদুয়ারে ৯ জন, বাসাইল ও গোপালপুরে ৫ জন, সখীপুরে ৩ জন রয়েছেন।

এ নিয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৬৭১৯ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো একজন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু ১০৫ জন।

আরোগ্য লাভ করেছেন ৪৪৩৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৯৬ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫২২২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান তথ্যগুলো নিশ্চিত করেছেন। সম্পাদনা – অলক কুমার