টাঙ্গাইলে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙ্গাইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

আরো পড়ুন – ফেসবুকে গুজব, বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ জাহান আনসারী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সকল সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে জেলার ১২টি উপজেলা থেকে পুরস্কারপ্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন – ভূঞাপুরে অপ্রতিরোধ্য হয়ে উঠছে কিশোর গ্যাং, বাড়ছে আতঙ্ক

অনুষ্ঠানটি সঞ্চালন করেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ। সম্পাদনা – অলক কুমার