টাঙ্গাইলে এনটিভির ১৯তম বর্ষপুর্তিতে সকল স্তরের মানুষের মিলনমেলা

এনটিভির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২০তম বর্ষে পদাপর্ন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

এই অনুষ্ঠান উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকসহ সকল স্তরের সকল এক মিলনমেলায় রূপ নেয়।

রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপুর্র্তির কেক কাটা হয়; এর আগে এনটিভির বর্ষপুর্তির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইল এনটিভি দর্শক ফেরামের সভাপতি ডা. সাইফুল ইসলাম স্বপন। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন- টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ জাহান আনসারী, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, এফপিএবির সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন।

বর্ষপুর্তির অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার