টাঙ্গাইলে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

দেলদুয়ার থানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের এলাসিন ইউনিয়নের মুশরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক মো. জওশন মিয়া (৩০) ওই উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া চালা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

আরো পড়ুন – তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা

আটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন আজাদ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অটোরিকশাটি উপজেলার নাল্লাপাড়া থেকে দেলদুয়ার দিকে যাচ্ছিলো।

অটোরিকশাটি নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের মুশরিয়া নামকস্থানে পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত নামা কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়।

ধাক্কায় অটোরিকশাটি ঘুরে কাভার্ডভ্যানের মুখোমুখি হলে কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। এসময় অটোতে থাকা অটোচালকের ছেলে ইয়াছিন (৮) গুরুতর আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মো. ইয়াছিনকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ইয়াছিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করেছে।

আরো পড়ুন – লাশটা পেলেও তো কবর দিতে পারতাম – মনিরুলের বাবা

মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যান দ্রæত পালিয়ে গেলেও তা সনাক্তকরণের চেষ্টা চলছে।