টাঙ্গাইলে চার ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে চার ওষুধ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নতুন বাস বাসস্ট্যান্ড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ুবী নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা ড্রাগ সুপার নার্গিস আক্তারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ঔষধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় তাদের জরিমানা করা হয়। এ ছাড়া অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।