টাঙ্গাইলে জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে এই প্রথম জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের বিনামূল্যে এইচপিডি টিকাদান কর্মসূচী শুরু করা হয়েছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন – বাসাইলে সরকারের উন্নয়নমূলক সভায় হামলা, অর্থায়নে বিএনপি নেতা বাদল

টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় আয়োজিত টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, টাঙ্গাইল জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে এ টিকা দেওয়া হবে।

এর মধ্যে পঞ্চম শ্রেণির ৪৫ হাজার ৪৮৪ জন, ষষ্ঠ শ্রেণির ৩৮ হাজার ৩৮১ জন, সপ্তম শ্রেণির ৩৫ হাজার ২৮৫ জন, অষ্টম শ্রেণির ৩৩ হাজার ৯৭২ জন ও নবম শ্রেণির ৩৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে।

আরো পড়ুন – নিজ আসনের দলীয় অখন্ডতা ধরে রাখতে পারেন নি কৃষিমন্ত্রী

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, এ টিকা নিতে প্রথমে অনলাইন নিবন্ধন করে পরে টিকা নিতে হবে।

এ টিকা কার্যক্রমের আওতায় জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট এক লাখ ৮৬ হাজার ৬৭২ জন কিশোরীকে দেওয়া হবে।