টাঙ্গাইলে মাস্কবিহীন চলাফেরা করায় ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্য বিধি মেনে না চলাফেরা করায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে করোনা সংক্রমণ রোধে টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন রানু

পরে তিনি সাংবাদিকদের বলেন, গত কয়েকদিনে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

কিন্তু সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে অসচেতন ভাবে চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকি আরো বৃদ্ধি পাচ্ছে।

তাই জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাড়ি থেকে বের হওয়ায় ১৪ জনকে ৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সেই সাথে জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার