টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত, আহত ৩

খবর বাংলা, সড়ক দুর্ঘটনা, টাঙ্গাইল

মির্জাপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার শোনাউল্লা বাসস্ট্যান্ড এলাকায় আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হয়েছে।

এ ঘটনায় আহত তিন যাত্রী। রবিবার (৬ মার্চ) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই যুবক কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের শিহরাইল গ্রামের করিম ড্রাইভারের ছেলে মো. শাহজালাল (২৩); এতে অজ্ঞাত তিন ব্যক্তি আহত হয়।

এলাকাবাসী জানান, ড্রাইভার শাহজালাল শনিবার বিকালে এয়ারপোর্ট থেকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে নামিয়ে দিয়ে বাড়িতে আসে।

তারপর বাড়িতে এসে সারাদিন বাড়িতে নতুন ঘর দেওয়ার জন্য কাজ করেন। কাজ শেষে রবিবার ভোররাতে নিজ বাড়ি শিহরাইল থেকে বল্লাতে যান।

বল্লা থেকে বিদেশি যাত্রী নিয়ে ঢাকা এয়ারপোর্টে যাত্রা পথে মির্জাপুর উপজেলা গোড়াই হাইওয়ে শোনাউল্লা বাসস্ট্যান্ডে এলাকায় আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে; এতে ঘটস্থানেই তার মৃত্যু হয়।

তাদের ধারণা ঘুম ঠিকমতো না হওয়াতে দুর্ঘটনাটি হতে পারে।

মৃত্যুকালে শাহজালালের স্ত্রী, দুই বোন, তিন ভাই, বাবা মা সহ অনেক গুণাহী রেখে গেছেন।

জানা যায়, শাহজালাল ১৪ মাস আগে উপজেলার রোয়াইল গ্রামে বিয়ে করেন তার ঘরে এখনো কোনো সন্তান হয়নি।

শাহজালালের বাবা করিম ড্রাইভার জানান, আমার ছেলেই রোজগার দিয়েই সংসারের নয়জন মানুষের খরচ চালাতেন।

উপজেলার পাইকড়া ইউনিয়নের ৯ নং ইউপি সদস্য মো. ফরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা – অলক কুমার