দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাসাইল বিএনপি’র বিক্ষোভ

খবর বাংলা

বাসাইল প্রতিনিধি : চাল-তেল গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি।

শনিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য এনামুল করিম অটলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মামুন আল জাহাঙ্গীর; উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুর নবী আবু হায়াত খান নবু, ওহিদুল ইসলাম মোস্তফা, মাসুদুল রহমান মাসুদ, রুহুল আমীন ভূইয়া।

আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ পিন্টু; উপজেলা যুবদলের আহবায়ক সাহানুর রহমান ভূইয়া জুয়েল; পৌর যুবদলের আহবায়ক মো. বাবুল আহমেদ; উপজেলা যুবদলের সদস্য সচিব শাহা আলম ভূইয়া প্রমুখ।

এসময় বক্তারা খালেদা জিয়ার মুক্তির ও চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অবিলম্বে সরকারকে কমানোর দাবি করেন।

এসময় বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানো না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজামান তুহিন। সম্পাদনা – অলক কুমার