টাঙ্গাইলে ২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত ২১ জন

টাঙ্গাইলে ২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত ২১ জন

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় টাঙ্গাইলেই বেড়ে চলছে ডেঙ্গুু রোগীর সংখ্যা। প্রতিনিয়তই নতুন নতুন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন- কালিহাতীতে বজ্রপাতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৮১ জন। সুস্থ হয়েছেন ২১৯ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীণ আছেন ৬২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১ জন, নাগরপুর উপজেলায় ২ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ৫জন, গোপালপুর উপজেলায় ১জন রয়েছেন।